Cox's Bazar; +880 1897 722 690
অধ্যক্ষের (মুহতামিম) বার্তা

    বিসমিল্লাহির রাহমানির রাহিম।

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    মাদরাসার নির্বাহী ও শিক্ষাব্যবস্থার প্রধান হিসেবে আমি অঙ্গীকার করছি, দারুল ফাতাহ একটি সমন্বিত ও আদর্শিক শিক্ষাব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করবে। আমাদের লক্ষ্য হলো, প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের ভিশন অনুযায়ী এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দ্বীনি জ্ঞানে গভীর হবেন এবং একই সাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবেন।

    আমাদের প্রতিজ্ঞা: আমরা শিক্ষার্থীদের নৈতিক প্রশিক্ষণ (তারবিয়াত), নিয়মানুবর্তিতা ও উন্নত আখলাকের ওপর সর্বাধিক গুরুত্ব দেব। আমি নিশ্চিত করব যে, শিক্ষক মণ্ডলী সর্বোচ্চ নিষ্ঠার সাথে এই আদর্শকে বাস্তবে রূপ দেবেন।

    "শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন"



    (আপনার নাম) 

    অধ্যক্ষ (মুহতামিম)

    দারুল ফাতাহ মাদরাসা, টেকনাফ।